• স্কুলের নাম : রূপপুর উচ্চ বিদ্যালয়
  • প্রতিষ্ঠা সাল : 1954
  • EIIN নম্বর : 125508
  • পোস্টাল কোড : ৬৬২২
  • রাস্তার ঠিকানা : n/a
  • থানা : ঈশ্বরদী
  • জেলা : পাবনা
  • বিভাগ : রাজশাহী
  • ফোন নম্বর : 01309125508 , 01716928347
  • ইমেল : rhs125508@gmail.com
  • ওয়েবসাইট : http://ruppurhs.edu.bd
মোছাঃ সেহেলী আক্তার (প্রধান শিক্ষক)
Image
দেশের প্রায় নব্বই শতাংশ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা করে। শিক্ষা ক্ষেত্রে এই স্তরের শিক্ষকদের আর্থিক আনুকূল্যতা যথেষ্ঠ নয়। তা সত্বেয় নিবেদিত শিক্ষক মন্ডলীর প্রচেষ্টায় মাধ্যমিক স্তরের শিক্ষার মান অগ্রসরমান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার আদি আদি স্তর হলো “বিদ্যালয়”। এক্ষেত্রে বিদ্যালয় ভিত্তিক ডাইনামিক ওয়েব সাইট তৈরির মাধ্যমে আধুনিক শিক্ষার এক ঐতিহাসিক ক্ষনে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সরকার গৃহিত সকল কর্মসূচী বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ও ডাইনামিক ওয়েব সাইটের এই শুভ যাত্রায় জানাই স্বাগত।
মোঃ হাবিবুল ইসলাম (সভাপতি)
Image
বাংলাদেশের সনাতনী শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে “বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা” গড়ার লক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী,বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ঘোষিত “রুপকল্প ২০২১” বাস্তবায়নে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েব সাইট তৈরির মাধ্যমে ইন্টারনেটের আওতাভুক্ত করা হচ্ছে জেনে আমি আমি আনন্দিত এবং যুগ সন্ধিক্ষনের এই ঐতিহাসিক ঘটনার সহিত যুক্ত হতে পেরে আমি গর্বিত। “ডিজিটাল বাংলাদেশ” গড়ার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসাবে “শিক্ষার পাঠ দানের” গতানুগতিক পদ্ধতি থেকে বর্তমানে মাল্টিমিডিয়ার সাহায্যে শ্রেণীকক্ষে পাঠদানের পদ্ধতি চালু হয়েছে যা শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে অনন্য ভ’মিকা রেখে চলেছে। এ ছাড়া স্বচ্ছতা ও জব...
মোঃ মাসুদ রানা (সহকারী প্রধান শিক্ষক)
Image
শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি কখনও উন্নতি করতে পারে না আর সেই শিক্ষা সকল ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে বর্তমান সরকার যে বৈপ্লবিক পদক্ষেপ গ্রহন করছে তা একটি যুগান্তকারী প্রক্রিয়া যা মাধ্যমিক স্তরের শিক্ষাকে উন্ন করার লক্ষ্যে উজ্জল ভ’মিকা পালন করবে। যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি ততবেশি উন্নত বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি ডাইনামিক ওয়েব সাইট তৈরির মাধ্যমে উন্নত শিক্ষা দান পদ্ধতি চালু করার ক্ষেত্রে মাধ্যমিক স্তরের শিক্ষার সকল কর্মসূচির সাফল্য কামনা করি।
মোছাঃ সুরাইয়া শারমীন (ICT Teacher)
Image
ভারতে ফুড ও ই-লার্নিং সেবা বন্ধের ঘোষণা দেওয়ার পর পাইকারি ব্যবসাও গুটিয়ে নিতে যাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। বার্ষিক পরিচালন কার্যক্রম পর্যালোচনা এবং খরচ কমানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, ভারতের তিনটি বড় শহরে অ্যামাজনের পাইকারি পণ্য বিতরণ ব্যবসা পরিচালিত হয়। ছোট ব্যবসায়ীদের সহায়তায় দোকানে সরাসরি পণ্য বিতরণ করা হতো। আগামী ২৯ ডিসেম্বর সেবাটি বন্ধ হয়ে যাবে। এর আগে গত শুক্রবার ভারতে ফুড এবং ই-লার্নিং সেবা বন্ধের ঘোষণা দেয় অ্যামাজন। ফুড চলতি বছরের শেষ নাগাদ ফুড এবং ২০২৩ সালের আগস্টে অ্যামাজন একাডেমি অপারেশন নামে ই-লার্নিং প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাবে। বিশ্বব্যাপী করোনা...

স্কুল প্রতিষ্ঠার ইতিহাস

রুপপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাস সংখিপ্ত করার কোন সুযোগ নেই। তাহলে অনেক কিছু বাদ পরে যাওয়ার সম্ভাবনা রয়ে যাবে। বিদ্যালয়টি ১৯৩৩ সালে রুপপুর ফ্রি প্রাইমারি স্কুল ২ নামে যাত্র শুরু করে। কিন্তু অবাক করার বিষয় এই নামটি জনগনের মধ্যে পরিচিত ছিলো না। সর্বসাধারনের মুখে মুখে “তারাপদ স্কুল” নামে ব্যপক পরিচিতি পায়। এখনও মানুষ এই স্কুলটিকে তারাপদ স্কুল বলে ডাকে। কিন্তু কেন? কে এই তারাপদ বাবু? ১৯০১ সালের দিকে রুপপুর গ্রামে এই কীর্তিমান মানুষটি জন্মগ্রহন করেন। পেশায় তিনি ছিলেন বাংলদেশ রেলওয়ের একজন কর্মচারী (তথ্যঃ হাবাতুল্লা বিশ্বাস) । কিন্তু শিক্ষতা করা এবং অন্যদের বাড়ি থেকে ডেকে এনে পড়ানো ছিলো অন্যতম ব্রত। ফলে তিনি নিজ জমির উপর সর্বপ্রথম এক খানা টিনের ঘর তুলে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেন । সঙ্গে ছিলেন তার ছোট ভাই তারকানাথ কুন্ডু, নারায়ন চক্রবতীর্, মফিজ মন্ডল, তদীয় পুত্র আব্দুল হামিদ মন্ডল প্রমুখ। ঐ সময় রুপপুর গ্রামের আরো দুইটি স্কুলের তথ্য পাওয়া যায় যেমন ভাগীতলা স্কুল ও মফিজ মন্ডল কতৃক প্রতিষ্ঠিত একটি স্কুল যা বর্তমানে ২১ নং রকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে রুপপুর পারমানবিক প্রকল্পের অধিগ্রহনকৃত মাঠের মধ্যে অবস্থিত ছিলো। শ্রী তারাপদ কুন্ডু যখন নিজ জমিতে স্কুল তৈরির কর্মকান্ড শুরু করেন তখন মফিজ উদ্দিন মন্ডল নিজের স্কুলটি বন্ধ করে দেন এবং ঘরটি তারাপদ বাবুর জমিতে এনে তারাপদ বাবুর সাথে শিক্ষতা শুরু করেন । ভাগীতলা স্কুলটি ছিলো বর্তমান বিবিসি বাজারের সংলগ্ন পশ্চিম পাশে। কালক্রমে সে স্কুলটি বন্ধ হয়ে যায় (তথ্য সূত্রঃ জনাব আবুল হোসেন মন্ডল, ডি আর এম, পাকশী)। ১৯৩৩ সালে থেকে বিদ্যালয়টি প্রাইমারী ফ...

গ্যালারি ও ইভেন্টস:

সাম্প্রতিক গ্যালারী ফটো এবং ইভেন্ট ফটোগ্রাফি